বাশার আল-আসাদ শাসনের অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, সিরিয়া এখন মুক্ত। তার সরকারের পতন ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জালিম শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার, বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে, সমস্ত ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করার পর আমরা ঘোষণা করছি, সে অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে। সিরিয়ার জন্য নতুন যুগের শুরু হয়েছে।
এর আগে বিদ্রোহীরা সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী হোমসের দখল নেয়। এর পরপরই তারা দামেস্কে প্রবেশ করার কথা জানায়।
কোন রকম বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করে বিদ্রোহীরা। এরপরই সিরিয়া মুক্তের ঘোষণা দেয় তারা।
এর আগে বলা হয়, বাশার আল-আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিদ্রোহীরা সিরিয়ান সরকারের কথিত পতনকে দশকের পর দশক ধরে চলা বেদনা ও যন্ত্রণার পর স্বাধীনতার মুহূর্ত হিসাবে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে সারা বিশ্বের বিদেশি সিরিয়ানদের উদ্দেশে তারা বলেছে, সিরিয়া আপনার জন্য অপেক্ষা করছে।