র‌্যাবের বিলুপ্তি চান ফরহাদ মজহার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়ে কবি ফরহাদ মজহার বলেছেন, আমি মনে করি, আজকে ভারত যে প্রপাগান্ডা করছে, এটা এক রকমের সামরিক প্রস্তুতি। গতকাল রবিবার ঢাকার পিলখানায় বিজিবির সদরদপ্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কয়েকজনকে সহায়তা দিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাশেই বসা ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফরহাদ মজহার বলেন, সৈনিক মাত্রই সে সব সময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে। সে কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরে না। কিন্তু এটা আমরা আমাদের সংস্কৃতিতে ঢুকিয়েছি। ফলে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমি বলব, অতি দ্রুত র‌্যাবকে বিলুপ্ত করেন।

তিনি আরো বলেন, আমাদের সৈনিকদের বুঝতে হবে তারা জনগণের পাহারাদার আর জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমাদেরই ভাই। এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ ধেয়ে আসছে। এই বিপদটা সামরিক বাহিনীর চেয়ে বিজিবিই বেশি বুঝবে।

পরে এ বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • ফরহাদ মজহার
  • বিলুপ্তি
  • র‌্যাব
  • #