ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার যুবককে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রবিবার সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তার এ রিমান্ড মঞ্জুর করেন।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর আকবর হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লা তাকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত পাঁচ দিন মঞ্জুর করেছে।

গত মঙ্গলবার ফেইসবুকে এক যুবকের একটি মন্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এই যুবককে সেদিন সন্ধ্যায় থানা হেফাজতে নেয়।

তবে এরপরেও রাতে মিছিল নিয়ে ক্ষুব্ধ জনতা মংলারগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় দোয়ারাবাজার সদরের লোকনাথ মন্দিরসহ বেশ কিছু দোকানপাট ভাঙ্গচুর ও বাড়িঘরে হামাল চালানো হয়।

পরদিন বুধবার পুলিশ বাদী হয়ে তাকে সাইবার সিকিউরিটি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। সনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রবিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বিচারক নির্জন কুমার মিত্র তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলার শিকার দোয়ারাবাজারের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর গতকাল শনিবার পরিদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল।

  • অভিযোগ
  • ধর্ম অবমাননা
  • যুবক
  • রিমান্ড
  • সুনামগঞ্জ
  • #