বেতন না দিয়ে কারখানা ছুটি, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের বেতন না দিয়ে একটি কারখানা ছুটি ঘোষণা করায় সোমবার (৯ ডিসেম্বর) সকালে ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে সড়কটিতে চলাচলকারী যানবাহনে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানাটিতে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মিলে ১৩৫৭ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে বেশির ভাগ শ্রমিকেরা বেতন পেলেও ৩২৭ জন শ্রমিক-কর্মচারী অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না। ৩২৭ জনের মধ্যে ১৪০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

শ্রমিকেরা জানান, গত শনিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কোম্পানী কর্তৃপক্ষ দিতে পারেনি। ওই অবস্থায় গতকাল রোববার কারখানাটি বন্ধ রাখা হয়। পুনরায় গতকাল রোববার সকালে কারখানার সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণ বশত সাধারণ ছুটি ঘোষণা করা হইল। শ্রমিকেরা আজ সকাল কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সকাল ৮টা ৫০ মিনিট থেকে বেলা১১ টা পর্যন্ত সড়কে অবস্থান করে শ্রমিকরো নিজেদের বকেয়া বেতনের দাবি জানায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক অবরোধ করে সমস্যা সমাধান হবে না। মালিকপক্ষকে ডেকে এনে সমস্যা সমাধানের চেষ্টা করবো এই আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা খান বলেন, রোর ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানাটিতে শ্রমিকেরা বকেয়া বেতনভাতা পাওয়ার দাবিতে সড়কে আন্দোলন শুরু করে। কিন্তু কারখানাটি বন্ধ ছিল। আইনশৃঙ্খলাবাহিনীর সকল সংস্থা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তিনি আরও বলেন, শ্রমিকেরা কারও তিনমাস, কারও দুইমাস, কারও একমাসের বেতন বকেয়া রয়েছে। অনিবার্য কারণবশত সাধারণ ছুটি ঘোষণা করা হইল এই নোটিশ দেখে শ্রমিকরা সেখানে গিয়ে অবস্থান নেয়।

রোর ফ্যাশন লিমিটেডের আইটি বিভাগের প্রধান ফরহাদ আহমেদ বলেন, কারখানাটির মালিকের নাম মামুনুল ইসলাম। ৫ আগস্টের পর আমরা ব্যাংক থেকে তেমন সাপোর্ট পাচ্ছি না। অগ্রণী ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেন হত। একমাসের বেতন নিয়ে সমস্যা হয়েছে, সেটি সমাধানের চেষ্টাও চলছে।

  • অবরোধ
  • বিক্ষোভ
  • ময়মনসিংহ
  • মহাসড়ক
  • #