নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজিউন)।
ভাষাসৈনিক ফজলুল হকের ছেলে তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে তার বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
ভাষাসৈনিক ফজলুল হকের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের হত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি তার নেতৃত্বে তৎকালীন নাটোরের জিন্নাহ হাইস্কুল থেকে প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলটিতে তিনি বালিকা বিদ্যালয়ের ও মহারাজা জেএন হাই স্কুলের শিক্ষার্থীদের যোগ করে কানাইখালী এলাকার চৌধুরী বাড়ির সামনে প্রতিবাদ সভা করেন।