রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের চারদিন পর মো. আলম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ কারখানার মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলম। খোঁজাখুঁজির পর তার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।
স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীরা। তাদের বাধা দিলে আলমকে আঘাত করে কর্মচারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান আলম। পরে কারখানার ভেতর গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় ওই কারখানার দুইজন কর্মচারীকে আটক করা হয়েছে। আরও দুইজনকে আটকে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য।