ডাকাত চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ, আটক ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

শ্রীনগরে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে চিনে ফেলায় অস্ত্রের মুখে শিশুকন্যা ও ভাগ্নীকে জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে।

এ ঘটনায় উপজেলার বাঘড়া এলাকা থেকে ফাহাদ (১৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে। এদের সবাই ওই এলাকার রাসেল গ্রুপের সদস্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তা বর্ণনা করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশৈ।  তবে এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও আরমানের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এই বিষয়ে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ডাকাত
  • নগ্ন ভিডিও ধারণ
  • প্রবাসীর স্ত্রী
  • #