নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

নেত্রকোণার কলমাকান্দায় ঈদের দিন গারো পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবীর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। তারা একে অপরের পরিচিত।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

#