নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ায় নিজের ছেলেকে পানিতে ফেলে হত্যা করেন বাবা জুবায়ের হাসান হিমেল (৩০)। ছেলেকে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে ফায়ার সার্ভিস ওই ছেলের মরদেহটি উদ্ধার করে।
ভুলতা ফাড়ির ইনচার্জ মিজান বলেন, ঘাতক বাবা জোবায়েরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যান। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলের ভরণপোষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন সে। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন।