যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দূর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করা হয়। ব্যবসায়ী জহিরুল ইসলাম গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। তিনি কোনাকোলা বাজারের স্যানাটারি জিনিসপত্রের ব্যবসায়ী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জহিরুল ইসলাম নামে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।