খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার জিরোপয়েন্ট এলাকার মেসার্স সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে। অস্ত্রের আঘাতে তাঁর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত যুবক হলেনলবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার সুলতান শেখের ছেলে রেজা শেখ (২৫)। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জিরোপয়েন্ট এলাকায় রেজা শেখ অবস্থান করছিলেন। রাত পৌনে ৯টার দিকে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগেই তার ওপর অতর্কিত হামলা চালায়। অস্ত্রধারীরা তার মাথা ও পায়ে আঘাত করে জখম করে। তাদের আঘাতে রেজা শেখের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তৌহিদুজ্জামান আরও বলেন, তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে তার ওপর এ হামলা হয়েছে তা বলতে পারেননি তিনি।