জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য পাকিস্তানকে প্রতিশ্রুত ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করেছে বিশ্বব্যাংক।
বিশ্বের বৃহত্তম এই ঋণদাতা সংস্থা এক বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেটবিষয়ক ঋণ দেওয়া হবে না।
শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংক দিয়েছে সেসবের প্রায় কোনোটিই পূরণ করতে পারেনি পাকিস্তানের সরকার।