হবিগঞ্জের চুনারুঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের রিজার্ভ টিলা থেকে সুচিত্রা সাওতাল (৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কানু সাওতালের স্ত্রী।

গতকাল শনিবার দুপুরে লেবু বাগানে কাঠাল গাছের ডালে উড়না দিয়ে পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় বরাতে পুলিশ জানায়, সুচিত্রা কয়েকদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। বেদনা বেড়ে গেলে যন্ত্রণায় ছটফট করে। কিন্তু অভাব থাকায় চিকিৎসা করা সম্ভব হয়নি। তাদের ধারণা বেদনা থেকে বাঁচতে সে আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

  • উদ্ধার
  • চুনারুঘাট
  • ঝুলন্ত লাশ
  • হবিগঞ্জ
  • #