রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মোড়লবাড়ির গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চর্শিয়ার গ্রামে। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর থাকতেন।
নিহতের খালু রফিকুল ইসলাম বলেন, রাকিব গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করত। আজ সন্ধ্যায় সে আমাদের বাসায় বেড়াতে আসে। পরে বাসা থেকে বের হলে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে তা এখনো জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।