বগুড়া সারিয়াকান্দি উপজেলায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন এক ছাত্রলীগ নেতা। তবে জানাজার সময়ও তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে পুলিশ পাহারায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।
কারাবন্দি গোলাম রব্বানী পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের প্রয়াত হেলাল প্রামানিকের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি।
পুলিশ জানায়, বুধবার রাতে গোলাম রব্বানীর বাবা হেলালের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। পরে আদালতের আদেশে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ায় হয়।
প্যারোলে মুক্তি পাওয়ার পর গোলাম রব্বানীকে পুলিশ পাহারায় বাড়িতে নিয়ে বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময় তার এক হাতের কড়া খুলে দেওয়া হয়।
প্রতিবেশী সামছুল আলম জানান, বাবার জানাজায় রব্বানী শুধু কাঁদছিলেন। তাকে থামানোই যাচ্ছিল না। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হলে রব্বানীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ওসি জামিলুর ইসলাম জানান, জানাজার সময় রব্বানীর একটি হাতকড়া খুলে দেওয়া হয় এবং জানাজায় পুলিশও উপস্থিত ছিল।