ভারতের মসজিদ-মন্দির কেন্দ্রিক বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। অযোধ্যার বাবরি মিসজিদ ও রাম মন্দিরের মতো বিতর্ক একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। কিছু হিন্দু নেতা দেশের বিভিন্ন প্রান্তে এসব বিতর্ক তুলে ধরার চেষ্টা করছেন বলেও তিনি জানান।
বৃহস্পতিবার পুণেতে ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে উঠতি হিন্দু নেতাদের ঘৃণা ছড়ানো বন্ধ করা নিয়ে একপ্রকার হুঁশিয়ারিই দিলেন আরএসএস প্রধান।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধানের বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর অনেকেই ভাবতে শুরু করেছেন তারা এই ধরনের বিবাদ তৈরি করে নিজে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।