সুইডেন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বিজয় দিবস উপলক্ষ্যে সুইডেন আওয়ামী লীগ রবিবার (২২ ডিসেম্বর)  স্টকহোমের ফিতিয়া স্কুলের হলে  আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটনের সভাপতিত্বেে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন পাঠ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আহমেদ।

বাংলাদেশ এর সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং উপস্থিত সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কাজী কুদ্দুস সহ-সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সিনিয়র সদস্য জাকারিয়া খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, সহ-প্রচার সম্পাদক নাসিরুল হক বাবুল।

এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সব্যসাচী বড়ুয়া টিলু, সিনিয়র সদস্য শাহ আলী রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, আবিদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মীঠু, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সমবায় সম্পাদক তারেক কামাল মুস্তাফা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর রিপন, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক তপন ঘোষ, অভিবাসন বিষয়ক সম্পাদক ফাতেমা আমিন, সদস্য আখতার হোসেন, মুবীন ইসলাম, চুন্নু মিয়া,সুইডেন যুবলীগের প্রচার সম্পাদক মীন্ঠু শেখ প্রমুখ।

  • আওয়ামী লীগ
  • উদযাপন
  • বিজয় দিবস
  • সুইডেন
  • #