বাবাকে গুলি করে হত্যার দুইযুগ পর আ. লীগ নেতাকে হত্যা করল দৃর্বৃত্তরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি : নিহত জিয়াউদ্দিন পলাশ

যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক রইস উদ্দিন বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমাদুল করিম জানান, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাট দখলকে কেন্দ্র করে পলাশকে কুপিয়ে খুন করা হয়েছে। পলাশকে হামলাকালে স্থানীয়রা রইস নামে এক যুবককে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক রইস উদ্দিন বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের বাবা একই ওয়ার্ডের তৎকালিন কমিশনার ও শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।

  • অভয়নগর
  • আ. লীগ নেতা
  • দৃর্বৃত্তরা
  • যশোর
  • হত্যা
  • #