ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদনগর বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে সাবেক চেয়ারম্যান নজরুলের এক সমর্থককে মারধর করে বাদশাহ মোল্লার লোকজন। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ।
পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শৈলকুপা থানার পরিদর্শক মো. শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।