সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল : সম্পাদক পরিষদের প্রতিবাদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’। সরকারের এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন ‘সাংবাদিকতার জন্য হুমকি ও অন্তরায়’ বলে মনে করেন সংগঠনটির নেতারা।

রবিবার (২৯ ডিসেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে জারি করা আদেশে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সম্পাদক পরিষদ। সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের আদেশ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ও অন্তরায়।

  • প্রতিবাদ
  • প্রবেশাধিকার
  • বাতিল
  • সচিবালয়
  • সম্পাদক পরিষদ
  • সাংবাদিক
  • #