নবদম্পতিকে আটকে রেখে চাঁদা চেয়ে মারধর করার অভিযোগে গ্রেপ্তার ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

আদাবরে নবদম্পতিকে আটকে রেখে চাঁদা চেয়ে মারধর করার অভিযোগে পুলিশ রাত দেড়টায় ভুক্তভোগীদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঘটনাস্থলে থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন জসীম, জিহাদুল ইসলাম শুভ ও ফয়সাল।

জানা যায়- এ সময় কয়েকজন স্বামী-স্ত্রীকে আলাদা করে ভিন্ন কক্ষে আটকে রেখে অনৈতিক প্রস্তাব দেয়। গতকাল রাত ১০টায় আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ১০ নম্বর রোডের ১১/১ বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, আমি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকার ১০ নম্বর রোডে ভাড়া থাকি। আমার পরিচিত রিপন মিয়ার নেতৃত্বে রোববার রাত ১০টায় আমার বাসায় ১৫-২০ জন লোক প্রবেশ করে। তখন তারা আমার খাটের ওপর বসে সিগারেট ধরায়। এ সময় আমার স্ত্রী ও আমাকে মারধর করে বলতে থাকে, তোরা বিয়ে ছাড়া একসঙ্গে থাকস। এখন তোদেরকে পুলিশের হাতে তুলে দেব। আমাদের ২০ হাজার টাকা দে। তাহলে সব সমস্যার সমাধান করে দেব। তখন আমাকে এবং আমার স্ত্রীকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যায়।

আদাবর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, আমরা গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী জানান, তারা আমাদের দুজনকে মারধর করে। পরে আমাকে আমার স্বামী থেকে আলাদা করে অনৈতিক প্রস্তাব দিতে থাকে। এ ঘটনায় আমরা পুলিশকে ফোন করলে তারা এসে আমাদের উদ্ধার করে। সকালে আমরা থানায় গিয়ে এ ঘটনায় মামলা করি।

  • অভিযোগ
  • আদাবর
  • গ্রেপ্তার
  • নবদম্পতি
  • মারধর
  • #