গত ১১ বছরে বাংলাদেশের সীমান্তগুলোয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২৮৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের (আসক) গত ১১ বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৪-২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তগুলোয় বিএসএফের গুলিতে ২৮৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০১৮-২০২৪ সাল পর্যন্ত সাত বছরে পিটিয়ে ২৮ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।
এ ছাড়া গত চার বছরে বিএসএফের ধাওয়ায় পালাতে গিয়ে ছয়জন প্রাণ হারিয়েছেন।
আসকের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত ১১ বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ধান কাটা, গরু চরানো, মাছ মারা ও গৃহস্থালির কাজ করা অবস্থায় ৩১৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদের মধ্যে গত চার বছরে ফিরে এসেছেন মাত্র সাতজন। অন্যদের ভাগ্যে কী ঘটেছিল, তা জানা যায়নি। এ সময়ে আরো ১৭ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে বিএসএফ ধরে নিয়ে যায়।