নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার সময় এসে গেছে : বিদ্যা বালান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে
বিদ্যা বালান

বিদ্যা বালানের পরবর্তী ছবি ‘দো অউর দো পেয়ার’ মুক্তি পাচ্ছে ১৯ এপ্রিল। সেখানে তাঁর উল্টো দিকে নায়ক প্রতীক গান্ধী। বিদ্যার কোন ধরনের ছবিতে অভিনয় করতে ভাল লাগে? অবসর সময়ই বা কী করতে ভালবাসেন বিদ্যা? এমন বিষয় নিয়ে বিদ্যার সাক্ষাৎকার নিয়েছে কোলকাতার আনন্দবাজার পত্রিকা। সেখানে পুরুষের নগ্ন ফটোশুট নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

প্রশ্নের ধরন ছিল- রণবীর সিংহ যখন নিজের নগ্ন ফটোশুট করিয়েছিলেন, আপনার সেটা দেখে ভাল লেগেছিল। এই বিষয়ে কী বলবেন?

বিদ্যা বালান জবাবে বলেন- এখনও একই কথা বলব। আপনি যে কোনও প্রাপ্তবয়স্কদের পাঠ্য পত্রিকা দেখুন, ‘প্লেবয়’ বা ‘ডেবোনেয়র’,আমরা সব সময় মহিলাদের নগ্ন ছবি দেখি। সেটা কোনও পুরুষ বা সমকামীর ভাল লাগতে পারে, কিন্তু আমাদের মতো যাঁরা, কী করবেন তাঁরা? আমাদেরও শখ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। তাই যা বলেছিলাম, এখনও তাই বলব। আমার ভাল লেগেছিল। নগ্ন মহিলাদের আমরা অনেক বাহবা দিয়েছি। এবার মনে হয় সময় এসে গেছে নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার।

 

সূত্র : আনন্দবাজার

#