জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবরিনার গ্রামের বাড়ি যশোর।

ছাত্রীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য জানান।

ওসি সাইফুল ইসলাম বলেন, সাবরিনা কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। তিনি মেসের একটি কক্ষে একাই থাকতেন। খবর পেয়ে আজ ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সূত্রাপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ময়নাতদন্ত শেষ হলে সাবরিনার মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারহানা জামান বলেন, সাবরিনার মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তাঁরা মর্মাহত ও গভীর শোকাহত।

  • উদ্ধার
  • ছাত্রী
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • মরদেহ
  • #