সাতক্ষীরার আশাশুনিতে লাশ উদ্ধার হওয়া সাইকেল মিস্ত্রির বাড়িতে স্বজনদের আহাজারি। সাতক্ষীরার আশাশুনিতে বাড়ির পাশের নিমগাছ থেকে এক সাইকেল মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাঙ্গল দাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশাশুনি ওসি নোমান হোসেন।
লাশ উদ্ধার হওয়া অনিমেশ সরকার (৩৫) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। অনিমেশের চার বছর বয়সী এক ছেলে ও আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
অনিমেশের পরিবারের বরাতে ওসি নোমান বলেন, শুক্রবার প্রতিদিনের মতো অনিমেশ বাজারে সাইকেলের দোকানে গিয়ে আর বাড়িতে ফেরেনি। শনিবার ভোরে তার বাড়ির পাশের আলু ক্ষেতের পাশে একটি নিমগাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে নিহতের গায়ে ও পায়ে কাদিমাটি মাখা ছিল। তাই পরিবারের ধারণা কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনও বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।