সাদপন্থির প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সুপ্রিমকোর্ট

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার মামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

গত ৮ জানুয়ারি ওই মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদের এই জামিন দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে গত বছরের ২৪ ডিসেম্বর ওই মামালায় সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট।

গত বছরের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে। কিশোরগঞ্জ জেলার আলমি শুরার সাথী। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।

  • জামিন
  • বহাল
  • সাদপন্থি
  • #