লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে সোনালী ব্যাংকের ভবনের পেছনের পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে।

তবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে পুলিশকে খবর দেন ব্যাংকের কর্মকর্তারা। খবর পেয়ে ব্যাংকের ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এতে আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, সোমবার রাত ১০টার দিকে ডাকাতির চেষ্টা চলছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তবে ডাকাতরা ব্যাংক ভবনের পেছনের অংশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে ঢুকতে না পারায় আমাদের আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ডাকাতি করার জন্য ব্যাংকের ভবনের পেছন দিক থেকে সুড়ঙ্গ খুঁড়েছিল ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়েছে। তার আগেই পালিয়ে গেছে ডাকাতরা।

  • ডাকাতি চেষ্টা
  • লালমনিরহাট
  • সোনালী ব্যাংক
  • #