আশুলিয়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, আমি সকালে বোতল টোকানোর সময় ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখি। আমি লাশটি দেখে ভয় পেয়ে পাশের মাস্টার প্লাজার সিকিউরিটিকে জানাই।

তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

  • আশুলিয়া
  • উদ্ধার
  • মরদেহ
  • যুবক
  • #