ঢাকার তুরাগে ছুরিকাঘাতে যুবক খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া এলাকায় ছুরিকাঘাতে মো. শাহরিয়ার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মো. রিয়াজ নামের এক যুবক এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্ত জানা গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান বলেন, নিহত শাহরিয়ার ও অভিযুক্ত রিয়াজ একসঙ্গে চলাফেরা করতেন। মঙ্গলবার রাতে তাদের মধ্যে কোনো একটি ঝামেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার বিকেলে শাহরিয়ার মোটরসাইকেল নিয়ে তুরাগের সরকার মার্কেট এলাকায় এলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানায়, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা গেলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যাবে। নিহত শাহরিয়ার তুরাগের স্থানীয় বাসিন্দা।

  • খুন
  • ছুরিকাঘাত
  • ঢাকা
  • তুরাগ
  • যুবক
  • #