জবির আইন অনুষদের ডিন অধ্যাপক শহিদুলের নিয়োগ স্থগিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সুপ্রিমকোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন হিসেবে নিয়োগের অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আইন অনুষদের ডিন নিয়োগ কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। (২০ জানুয়ারি)

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবীর ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

এর আগে, গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী ২ বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিয়োগ বাতিল হওয়া আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন।

  • আইন অনুষদ
  • জবি
  • ডিন
  • নিয়োগ
  • স্থগিত
  • #