বেরোবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙল শিক্ষার্থীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে গড়া স্থাপনার নাম মুছে দিচ্ছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে বেরোবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে ফেলে ‘বিজয়-২৪’ লিখে দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালের নাম মুছে ফেলে ‘মুক্ত মঞ্চ’ নাম লেখা হয়।

ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে যান। সেখানে অবস্থা নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বাঁশ দিয়ে গুড়িয়ে দেয়া হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম গুড়িয়ে দিয়ে’ বেগম রোকেয়া হল’ ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে রাত মাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুলারের সামনে জড়ো হয় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে’ রংপুর বিশ্ববিদ্যালয়’ করা দাবি জানান। এ রিপোর্ট লেখা (১০টা ৫০ মিনিট) পর্যন্ত শিক্ষার্থী অবস্থা নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।

  • বঙ্গবন্ধু
  • বেরোবি
  • ভাঙল
  • ম্যুরাল
  • শিক্ষার্থীরা
  • #