শাবিপ্রবিতে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ম্যুরাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়াসহ বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর; আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই; চব্বিশের বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই; হই হই রই রই ছাত্রলীগ গেলো কই; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো; ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, গত ৫ আগস্ট এই বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট মুজিবের কন্যাকে এদেশ থেকে বিদায় করেছিলাম। কিন্তু এদেশে ফ্যাসিবাদের যে প্রতীকগুলো ছিল, সেগুলো সমূলে উৎখাত করতে পারিনি।

  • বঙ্গবন্ধু
  • ম্যুরাল
  • শাবিপ্রবি
  • #