সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা হয়েছে ‘কৃষাণ চত্বর’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে ‘কৃষাণ চত্বর’ ভাস্কর্য রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। গত শুক্রবার রাতে একদল লোক কৃষাণ চত্বরের থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভাস্কর্য ভাঙার একটি ভিডিও দেখা গেছে।ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন। এ সময় স্লোগান দেখা যায়- ‘শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, এই ভাস্কর্য কী দোষ করল বা এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, বুঝতে পারছি না। বিষয়টি আসলে খুবই দুঃখজনক।

  • কৃষাণ চত্বর
  • বিশ্বম্ভরপুর
  • ভাঙচুর
  • সুনামগঞ্জ
  • #