বগুড়ায় ফাহিম হোসেন নামে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাহিম হোসেন (১৬) শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে ও শাজাহানপুর উপজেলার ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বলেন, হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।