সিরাজগঞ্জে রেললাইনে আগুন জ্বালিয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ ও ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন এলাকায় রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

অবরোধ চলাকালে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যুবাইর আল ইসলাম সেজান, সজীব সরকার, আসির ইস্তেসার অয়ন, জাহিদ হাসান শাওন, সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।

৮ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ২৮৪ সদস্যের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই কমিটিতে পদবঞ্চিত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। কমিটি বাতিলের দাবিতে ১০ ফেব্রুয়ারি বিকেলে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে রাতে জেলা কমিটি স্থগিত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থগিত কমিটি পুনর্বহালের দাবিতে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থগিত হওয়া কমিটির নেতারা। কমিটি পুনর্বহালের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, পরিবেশ এখন স্বাভাবিক।

  • বিক্ষোভ
  • বৈষম্যবিরোধী
  • সিরাজগঞ্জ
  • #