সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইডেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সুইডেন শাখার উদ্যোগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্টকহোমের ফিতিয়া স্কুলের হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষাশহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম।

বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও ২১ ফেব্রুয়ারির গান পরিবেশন, বঙ্গবন্ধুর ৭১ সালের ভাষা দিবসের ঐতিহাসিক ভাষন প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আবিদ খান,সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, সহ-প্রচার সম্পাদক নাসিরুল হক বাবুল ও সুইডেন যুবলীগের প্রচার সম্পাদক মিন্টু শেখ।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মীঠু, সমবায় সম্পাদক তারেক কামাল মুস্তাফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তপন ঘোষ, অভিবাসন বিষয়ক সম্পাদক ফাতেমা আমিন, সদস্য নুরল হক চৌধুরী, আখতার হোসেন, আজাদ মঞ্জু প্রমুখ।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • সুইডেন আওয়ামী লীগ
  • #