ক্ষমতায় থেকে নতুন দল করলে জনগণ মেনে নেবে না : মির্জা ফখরুল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে নতুন দল করলে সেটা জনগণ মেনে নেবে না।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে ঢাকার ধামরাইয়ে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অন্যান্য দলের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। লক্ষ্য আমাদের একটাই, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে। আমরা চাই এই সরকার যেন অবশ্যই নির্বাচন সম্পন্ন করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।

  • বিএনপি
  • মহাসচিব
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • #