কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগপন্থিদের জয়জয়কার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীদের। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১১ পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন।

সভাপতি পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থি প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাড. মুহা. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাড. এস. এম. শাতিল মাহমুদ।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়া আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪৬০ জন।

দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ঘোষণা করা হয় ফলাফল। ফলাফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী সিনিয়র আইনজীবী ও বর্তমান জিপি অ্যাড. মাহাতাব উদ্দিনকে পরাজিত করে আওয়ামীপন্থি আইনজীবী অ্যাড. মুহা. হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাড.আব্দুল মজিদকে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাড. এস. এম. শাতিল মাহমুদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির আইনজীবী অ্যাড. মো. ফারুক আজম মৃধা, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী অ্যাড. মাহমুদুল হক চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থি আইনজীবী অ্যাড. নাজমুন নাহার।

  • আ. লীগপন্থি
  • কুষ্টিয়া আইনজীবী সমিতি
  • জয়জয়কার
  • নির্বাচন
  • #