রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গত শুক্রবার গভীর রাতে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ভুক্তভোগী শিক্ষার্থীরা বারবার ফোন করেও প্রক্টর, সহকারী প্রক্টর ও ছাত্র পরামর্শকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে ফোন পেয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিংয়ে নিয়ে র্যাগিং শুরু করেন।
এ সময় বিষয়টি জানানোর জন্য প্রক্টর, সহকারী প্রক্টর ও ছাত্র পরামর্শককে একাধিকবার ফোন করলেও কেউ সাড়া দেননি। পরে উপাচার্য ড. আব্দুল লতিফকে ফোন করেন। অভিযোগ পাওয়ার পর তিনি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীরা আমাকে ফোন করে র্যাগিংয়ের অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গে আমি ট্রেজারারকে জানিয়ে দ্রুত বের হয়ে আসি। নজরুল হলে গিয়ে দেখি, ২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীরা রাত ২টায় মিটিং করছে। আমি তাদের রুমে পাঠিয়ে দিই।
এরপর নবাব সিরাজ উদ-দৌলা হলে গিয়ে দেখি, সেখানে কেউ নেই। বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটি রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। র্যাগিং কোনোভাবেই বরদাশত করা হবে না।