জামিন নিয়ে লাপাত্তা শীর্ষ দুই সন্ত্রাসী পিচ্চি হেলাল ও টিটন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি : খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও পিচ্চি হেলাল

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো এ দুজনও বিদেশে চলে গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন কারাগারে থাকা বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন সময়ে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁরা এক থেকে দুই যুগের বেশি সময় কারাগারে ছিলেন। তাঁদের অনেকের বিরুদ্ধে আবার পুরোনো মার্কেট দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। কারও কারও বিরুদ্ধে নতুন মামলাও করা হয়েছে।

সূত্র জানায়, মোহাম্মদপুরের পিচ্চি হেলাল কারাগার থেকে জামিনে মুক্তি পান ১৬ আগস্ট। এর আগের দিন মুক্তি পান হাজারীবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন। ৫ আগস্টের পর বিভিন্ন সময় জামিনে মুক্তি পান তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মিরপুরের আব্বাস আলী, রায়েরবাজারের খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও মালিবাগ-মগবাজারের খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার নিম্ন আদালতে হাজিরার তারিখ ছিল পিচ্চি হেলাল ও টিটনের। তবে তাঁরা হাজিরা দেননি। আদালত সেদিন তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দেন আদালত। ডিএমপি সদর দপ্তর এ বিষয়ে এক চিঠিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে বলে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন রেঞ্জ অফিসকেও বিষয়টি জানানো হয়।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, এ দেশে সন্ত্রাসীদের জন্য জায়গা হবে না। জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সন্ত্রাসীদের বিষয়ে খোঁজখবর নেওয়া গোয়েন্দাদের একটি সূত্র বলছে, জামিনে মুক্তি পাওয়া কয়েকজন শীর্ষ সন্ত্রাসী দেশ ছেড়েছেন। তাঁদের মধ্যে পিচ্চি হেলাল ও টিটনও রয়েছেন বলে শোনা যাচ্ছে।

সূত্র : আজকের পত্রিকা
  • জামিন
  • টিটন
  • পিচ্চি হেলাল
  • লাপাত্তা
  • শীর্ষ সন্ত্রাসী
  • #