চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

চাঁদপুরের পুরানবাজারে কাভার্ডভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. অভি (১৭) এবং মো. নিলয় (২০)। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরানবাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অভির মৃত্যু হয়। নিলয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানোর পথে ওয়্যারলেস বাজারে তার মৃত্যু হয়।

নিহতরা চাঁদপুরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তারা কয়েক বছর আগে ইতালি চলে গিয়েছিলেন, তবে সম্প্রতি তাদের চাচাতো বোনের বিয়েতে অংশগ্রহণ করতে দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। তবে তার সহকারী ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কাভার্ডভ্যান-মোটরসাইকেল
  • চাঁদপুর
  • নিহত
  • যুবক
  • সংঘংর্ষ
  • #