কাপ্তাই হ্রদ থেকে গলায় মাটির বস্তাবাঁধা অবস্থায় জেলের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন কাপ্তাই হ্রদ থেকে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোরে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম উপজেলার ঝর্না টিলা নামক এলাকার মো. হানিফের ছেলে। স্থানীয় লোকজনের ধারণা পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছ।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সাদ্দাম সোমবার সকালে মাছ আহরণ করতে বাড়ি থেকে বের হয়। সারা দিন বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বাড়ির পাশে কাপ্তাই হ্রদে নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা। এতে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে কেচকি মাছের জাল এবং তার মৃত দেহ উদ্ধার করে। শরীরে মাটি ভর্তি বস্তা বাধা অবস্থায় নিহতের মৃত দেহ পাওয়া যায়।

নিহত সাদ্দামের পারিবারিক সূত্রে জানা যায় কিছু দিন আগে তার সাথে স্ত্রীর ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। নিহত সাদ্দামের দু’বছরের এক কন্যা সন্তান রয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিক ভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • উদ্ধার
  • কাপ্তাই হ্রদ
  • বস্তাবাঁধা জেলে
  • লাশ
  • #