গাবতলীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার দিনগত রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। পরে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

  • আগুন
  • গাবতলী
  • বস্তিত
  • #