পাহারাদারকে হত্যা করে খামারের ৭ গরু লুট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া (৬৫) নামে খামারের এক পাহারাদারকে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. জয়নাল মিয়া (৬৫)। তিনি উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। দুই মাসের বেশি সময় ধরে ওই গরুর খামারে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া ছাড়া আরও দুজন কর্মচারী খামারটিতে কাজ করেন। গতকাল রাত ১০টার দিকে হেলাল নামের এক পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতেরটা বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে গেলে ঘরের পালার সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে মৃত দেখতে পান। পরে তিনি খামারের মালিকসহ অন্যদের জানান।

খামার মালিক মাহবুবুল হক বলেন, দুর্বৃত্তরা খামারে পাহারাদার জয়নালকে হত্যা করে ১১টির গরুর মধ্যে সাতটি গরু নিয়ে গেছে। যারা এ ঘটনা সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল রাত ১০টার পর থেকে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

  • গরু
  • পাহারাদার
  • লুট
  • হত্যা
  • #