মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

শিশুটির মামা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা রাতেই লাইফ সাপোর্টে নিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি।

এর আগে, গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শিশু পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, যার ফলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলায় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বোনের স্বামী (১৮) ও তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ধর্ষণ
  • মাগুরা
  • লাইফ সাপোর্টে
  • শিশু
  • #