ধামরাইয়ে যুবকের হাত-পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে
প্রতীকী ছবি

ঢাকার ধামরাই উপজেলায় এক যুবকের হাত-পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাবুল মিয়া ওরফে কানা বাবুল (৪২)। তিনি উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজার কুণ্ড গ্রামের পচা মিয়ার ছেলে। বুধবার দুপুরে ওই ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভেতরে একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাধা ছিল ও গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ধামরাই থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকাবাসী জানান, কানা বাবুলের বাবা পচা মিয়াকেও কয়েক বছর আগে দুর্বৃত্তরা একই এলাকায় হত্যা করেছিল।

  • অর্ধগলিত লাশ
  • উদ্ধার
  • ধামরাই
  • যুবক
  • #