পিলখানা ট্রাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না : সেনাপ্রধান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে
জেনারেল ওয়াকার-উজ-জামান (ফাইল ছবি)

পিলখানা ট্রাজেডিতে নিহতের ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার। এ সময় জুলাই অভ্যুথ্থানে হতাহতদের প্রতিও সম্মান জানান তিনি।

এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোজখবর নেন।

ইফতার আয়োজনে বিডিআর বিদ্রোহে নিহত পরিবারের সদস্য, যোদ্ধাহত মুক্তিযুদ্ধা, জুলাই অভ্যুথ্থানে আহতরা উপস্থিত ছিলেন।

  • সেনাপ্রধান
  • #