বরিশালে শিশুধর্ষণের আসামিকে গণপিটুনিতে হত্যা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

বরিশাল নগরীর ধান গবেষণা রোডে শনিবার রাতে গণপিটুনিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত সুজন একই এলাকার বাসিন্দা।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহনান বলেন, ভিক্টিম শিশুর মা বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে বরিশাল কোতয়ালী থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে যে, গতকাল দুপুরে সুজন নামের যুবক শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। শিশুটি বাসায় এসে পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। পরিবারের সদস্যরা শিশুটিকে ডিএনএ পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত সুজন গতকাল পালিয়ে ছিল। গতকাল ইফতারের সময় তাকে এলাকায় দেখা গেলে স্থানীয় লোকজন ধরে পিটুনি দেয়। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সোয়া ৮টার দিকে মৃত্যু হয় তার।’

  • অভিযোগ
  • আসামি
  • গণপিটুনি
  • নিহত
  • বরিশাল
  • শিশুধর্ষণ
  • #