ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

নীলফামারীতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) রাতে পলাশবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলার শিকার পরিবারের দাবি, সন্ধ্যায় অজ্ঞাত দুই ব্যক্তি বাড়িতে গিয়ে তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় হুমকি দেওয়া হয় তাদের। এর আধাঘণ্টার মধ্যে এলাকার ১৫ থেকে ২০ জন লোক এসে প্রথমে তাদের বাড়ি ও পরে অভিযুক্তের মেয়ের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তাদের ঘর থেকে মালামাল লুটেরও ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আবু বক্করের বাড়ি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবু বক্করের পরিবারকে বলে আসা হয়েছে যে, ভাঙচুরের বিষয়ে কারো বিরুদ্ধ কোনো অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে শুক্রবার সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ভ্যানচালক আবু বক্করকে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • ধর্ষণ
  • বাড়ি
  • ভাঙচুর
  • #