বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে

কেরানীগঞ্জে আধ ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) ও (৫০) দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় হাসনাবাদ নৌ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমান ও বারিসুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বশির আহমেদ অজ্ঞাতনামা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত একজনের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি এবং অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও ট্রাউজার।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ৮ নং ওয়ার্ড রসুলপুর নজরুল কোম্পানির বাড়ির বরাবর বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌ পুলিশ ৩৫ বছর বয়সী যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই বশির আহমেদ জানান, লাশটির শরীরের অংশ নদীর পানিতে ভাসমান অবস্থায় এবং মাথায় অংশ নদী তীরের বাঁধের উপর ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করি।

এছাড়াও ইফতারের আগমুহূর্তে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের বাম পাশে সেনাবাহিনীর জেটির কাছ থেকে ভাসমান অবস্থায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসনাবাদ নৌ পুলিশ।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, নদীতে লাশটি ভাসতে দেখে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুড়িগঙ্গার পৃথক স্থান থেকে উদ্ধারকৃত লাশ দুইটির নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তারা।

  • অজ্ঞাত
  • উদ্ধার
  • দুই ব্যক্তি
  • বুড়িগঙ্গা
  • লাশ
  • #